• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ১২:৩৩ পিএম
জাল ভোট দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে অন্যের ভোট দেওয়ার সময় আলাউদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। তিনি টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, ইদ্রিস মিয়া নামের এক ভোটারের ভোট দিতে আসেন আলাউদ্দিন। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে আসেন। এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। 

পুলিশ আরও জানায়, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তার হওয়া আলাউদ্দিনকে কারাদণ্ড ছাড়াও ৬ হাজার টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানায় পুলিশ।

Link copied!